ডিরেক্টরস গিল্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো আয়োজনে উদযাপিত হলো নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত সংগঠনের নিকেতনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় জমকালো এই আসর।
জন্মদিনের এই আয়োজনে ছোট পর্দার শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় আনন্দের বন্যা বয়ে যায়। উৎসবের রঙে নিজেদের রাঙিয়ে হু হৈল্লোড়, ও নাচে গানে মেতে উঠে শিল্পী,নির্মাতা ও কলাকুশলীরা।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ ও প্রিয় নির্মাতা এবং প্রিয় শিল্পীর সাথে সেল্ফি তোলার হিড়িক পড়ে যায় বর্ণিল এই আয়োজনে। সেই সাথে সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলের কথায় " গুনীজনের মিলনমেলা তারুণ্যের উদ্দীপনা " শিরোনামের থিম সংটি উৎসবের রঙে নতুনমাত্রা যোগ করে।
শিল্পী তৈরিতে ক্যামেরার পেছনের মানুষদের রয়েছে না বলা অনেক গল্প। ক্যামেরার সামনের মানুষদের আলোর ঝলকানিতে ক্যামেরার পেছনের মানু...