তারান্নুম আফরীনের “বাসবে ভালো” (ভিডিও সহ)
মুক্তি পেয়েছে প্রবাসী কন্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীনের নতুন গান বাসবে ভালো। গানটির কথা লিখেছেন অপরাজিকা চক্রবর্তী। সুর ও সংগীতায়োজন করেছেন সৌরভ বাবাই চক্রবর্তী। অপরাজিতা ও সৌরভের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন রিধিবান ব্যানার্জী, নেহা দাস ও গুঞ্জা।
গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘এই গানটি মূলত ইন্ডিয়া থেকে করানো। ওখানকার মেধাবী কিছু মানুষ গানটির সঙ্গে জড়িত। এই গানের সুর ও সংগীত অন্য রকম। দেশীয় বাদ্যযেেন্ত্রর অনন্য ব্যবহার গানটিতে নতুন মাত্রা এনেছে।’ ‘বাসবে ভালো মিঠে কুয়াশা/ বাসবে ভালো মুঠোর ভরসা- বাসবে ভালো বৃষ্টির সকাল/ বাসবে ভালো মেঘের অন্তরাল..’ এমন দারুন কথায় গানটি প্রকাশিত হয়েছে ড. তারান্নুম আফরীনস স্টুডিও অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
ভিডিও লিংক: https://youtu.be/uSrpJUJNwiE...