বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

Tag: দিনু প্রামানিকের ভ্রমণ কাহিনী “পথ চলতে পথ শিখতে”

দিনু প্রামানিকের ভ্রমণ কাহিনী “পথ চলতে পথ শিখতে”

দিনু প্রামানিকের ভ্রমণ কাহিনী “পথ চলতে পথ শিখতে”

ভ্রমণ
তাড়াহুড়ো করে প্রধান কার্যালয়ের কাজ সেরে বিকেল চারটা নাগাদ রওনা দিলাম। মতিঝিল থেকে রিক্সা নিয়ে গুলিস্থান এবং সেখান থেকে বিআরটিসি এসি বাস ধরে মাওয়া। স্পীডবোর্ডে কাঁঠালবাড়ীঘাট নেমে আবার বিআরটিসি ধরে আপন কর্মস্থল। এ আমার নিত্য মাসান্তের যাতায়াত রুট। মাওয়া রুটে লোকাল যাতায়াত অভ্যাস আমার অনেক দিনের। সেদিনও মাওয়া নেমে নির্ধারিত কাউন্টার থেকে টোকেন নিয়ে স্পীডবোর্ডে উঠতেই দেখি একজন বোরকা পরা মেয়ে স্পীডবোর্ডের প্রথম সারির লাইনে বসে আছে। সবসময় আমি প্রথম সারিতে বসলেও সেদিন দ্বিতীয় সারি তথা আমি তার পিছন সিটে বসি। মেয়েটা দু’তিনবার পিছন ঘুরে আমাকে দেখে নিল। হয়তবাঃ আশা করছিল আমি তার পাশের সিটেই বসি। বোরখা পড়া মেয়ে তাই এত ভাল করে খেয়াল করা হয় নাই। প্রয়োজন মত যাত্রী উঠার পর স্পীডবোর্ড ছেড়ে দেয়। যথারীতি স্পীডবোর্ডে নদীর পাড় হয়ে, এপাড়ে ঘাটে নামতেই, মেয়েটি বলল, প্লিজ হেল্প মি। নরম সুরের মিষ্ঠি কথা ...