দিল্লির মহোৎসবে ‘চিত্রাঙ্গদা’
এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর উল্লেখযোগ্য পাঁচটি নাট্যোৎসবের অন্যতম ভারতের দিল্লিস্থ রাষ্ট্রীয় নাট্য শিক্ষায়তন ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘২২তম ভারত রঙ্গ মহোৎসব’-এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় এ অনন্য সম্মানজনক আন্তর্জাতিক নট্যোৎসব আগামী ১ থেকে ২১ ফেব্রুয়াারি দিল্লি এবং আরও পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। এবারে ৭০১টি নাট্যদলের মধ্য থেকে ভারতের ৭৭টি এবং ভারতের বাইরের ১০টিসহ মোট ৮৭টি প্রযোজনা উৎসবে প্রদর্শনীর জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।
এর আগে ২০১৫-এ ‘১৭তম ভারত রঙ্গ মহোৎসব’-এ যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে ব্যাপকভাবে প্রশংসিত হয় স্বপ্নদল।
...