দীপ্ত প্লে-তে ফিচার ফিল্ম ‘আইকন ম্যান‘
দীপ্ত প্লে-তে দেখা যাচ্ছে ফিচার ফিল্ম ‘আইকন ম্যান‘। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, নুসরাত ফারিয়া। আইকন ম্যানের পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন “দীপ্ত প্লের জন্য শুভ কামনা। আর আইকন ম্যান নিয়ে বললে সিস্টেম যখন ব্যক্তিকে আহত করে, ব্যক্তিগত যন্ত্রণা যেন সমষ্টিকে ভাবায়, সেটা ভেবেই আইকন ম্যান নির্মাণ করেছি“।
‘আইকন ম্যান‘ এর কাহিনীতে দেখা যাবে- নোভা নিজের ভাইয়ের গুম হওয়ার ঘটনার ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে আইকন ম্যানের সাথে একটি যোগসূত্র খুঁজে পায়। 'আইকন ম্যান' নামে সুপরিচিত ফাহাদ বেগ একজন তরুণ উদ্যোক্তা, জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। আইকন কোম্পানি প্রতিষ্ঠা করে খুব কম সময়ের মধ্যে দেশীয় আইটি ব্যবসায় তিনি শক্তিশালী অবস্থান তৈরী করেন। ষোল বছর আগেও ফাহাদ ধার-দেনার দায়ে জর্জরিত একটি মধ্যবিত্ত পরিবারের বেকার সন্তান ছিল। সেখান থেকে তার হঠাৎ এই উত্থান কিভাবে, নোভা সেটি খুঁজে বের করতে সমর্থ...