দ্য স্টার্ক ক্লাব লিমিটেডের দুই বছর পূর্তি
2019 সালে প্রতিষ্ঠিত 2006 এবং 2008 ব্যাচের বাংলাদেশের সদস্যদের নিয়ে the stark club limited অনুষ্ঠিত হয়।
The stark club limited তাদের দুই বছর প্রতিষ্ঠা এবং অফিশিয়াল ক্লাব ওপেনিং করল বিজয়ের মাস ডিসেম্বর এ ।
অফিশিয়াল উদ্বোধন হয়ে গেল 17 ডিসেম্বর উত্তরা জমজম টাওয়ার সেখানে প্রায় 350 সদস্য উপস্থিত ছিল অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করতে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন পারফর্ম করে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় পাশে ছিলেন। অনুষ্ঠানটির প্রচার সহযোগী হিসাবে মিডিয়া পার্টনার হয়ে পাশে ছিল এটিএন বাংলা এবং এটিএন নিউজ।...