৫ কোটির ঘরে “যে পাখি ঘর বোঝে না”
ইউটিউবে ৫ কোটির ভিউ ছুঁয়েছে সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ'র জনপ্রিয় গান "যে পাখি ঘর বোঝে না"। গানের এ সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ধ্রুব গুহ ২৯ অক্টোবর ফেসবুকে লিখেছেন- "নিজের গাওয়া পছন্দের গান এখন ৫ কোটি পেরিয়ে। সকল প্রশংসা পরম করুনাময় সৃষ্টিকর্তার। আপনাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা গানের গীতিকার ও সুরকার প্লাবন কোরায়শী, সংগীত পরিচালক তরিক আল ইসলাম, ভিডিও ডিরেক্টর শুভব্রত সরকার, মডেল তারেক জামান ও তারিন রহমান এবং সিনে আর্ট টিম।"
"যে পাখি ঘর বোঝে না" গানের লিংকঃ https://youtu.be/i-ar-KDNtrY...