নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘ইয়ুথ ফেস্ট’
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৩ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের ৯ম ব্যাচের শিক্ষার্থীরা এই ফেস্টের আয়োজন করে।
ফেস্ট উপলক্ষ্যে সন্ধ্যায় শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগের আন্তঃযোগাযোগ, হৃদ্যতা তৈরি হয় সেটি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে। নতুনদের দায়িত্ববোধ বৃদ্ধি পায়।
তিনি বলেন, ফিন্যান্স বিভাগ থেকে পড়াশুনা করা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হবার প্রচুর সম্ভবনা রয়েছে। মাল্টিন্যাশনালসহ দেশের নানা সরকারি...