নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এমন একজন মানুষ ছিলেন যাঁর সাহস, আতœত্যাগ, দেশের জন্য জীবন উৎসর্গ করার যে প্রতিজ্ঞা এটি দৃষ্টান্ত হয়ে আছে আর তা থেকে এ যুগেও শিক্ষাগ্রহণ করতে হবে।
আজ ৩ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উদীচী শিল্পীগোষ্ঠীর নজরুল বিশ্ববিদ্যালয় শাখা অনুষ্ঠানটি আয়োজন করেন।
উপাচার্য আরো বলেন, প্রীতিলতার আতœ উৎসর্গের পেছনে একটা বিরাট দেশপ্রেমের ব্যাপার রয়েছে। আমাদের আজকে সে দেশপ্রেমটা অর্জন করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য প্রীতিলতা ওয়াদ্দেদারের আতœত্যাগ এটি আমাদের তরুণ সমাজে সঞ্চারিত করতে পারলে মুক্তিযুদ্ধের চেতনাকে শেষদিন পর্যন্ত্র প্রবাহিত করা সম্ভব হবে।
...