নারী বিচারকদের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন প্রশিক্ষণ
গত ২৮ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও জিআইজেড-এর যৌথ প্রকল্পের অধীনে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন ও ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক আয়োজিত মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণটি যৌথভাবে অর্থায়ন করছে জার্মান ও বৃটিশ সরকার।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে কুলসুম, যুগ্ম সচিব (মতামত), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরা ইয়াসমিন, অপারেসন্স ডিরেক্টর, রুল অফ ল প্রোগ্রাম, জিআইজেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামিম আহমেদ, সভাপতি, বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন ইকবাল মাসুদ, পরিচালক, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন। স্বাগত বক্তব্য তিনি বলেন, দেশে মানসিক স্...