‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় রুমাই নোভিয়া
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রটির কাহিনী সাজানো হয়েছে তিনটি গল্পে। তিন গল্পে তিন জোড়া অভিনয়শিল্পী অভিনয় করলেও সিনেমার প্রচারণায় শুধুই সিমলাকে হাজির করে নতুন বিতর্কের সূচনা করেছেন নির্মাতা রুবেল আনুশ।
গণমাধ্যমে চলচ্চিত্রটির অন্যতম নায়িকা রুমাই নোভিয়ার প্রতিবাদের প্রেক্ষিতে নির্মাতাও মুখ খুললেন। বললেন, ‘সান্সপেন্স’ রাখতেই নায়িকা রুমাই নোভিয়াকে গোপন করেছি আমরা।’
যদিও এর আগে নির্মাতা বলেছিলেন সিনেমার বিপণন কৌশলের কারণেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিমলাকে প্রচারণায় সামনে রেখেছেন। তবে, সিনেমায় প্রাধান্য পেয়েছেন চিত্রনায়িকা রুমাই নোভিয়া।
রুবেল আনুশ বলেন, “রুমাই নোভিয়াকে দিয়েই সিনেমার শুরু করেছি আমি, তাকে দিয়েই সিনেমা শেষ হয়েছে। দৈর্ঘ্যেও তার গল্পটি বেশি আবার এই সিনেমায় ব্যাবহৃত দু’টি গানই তাকে নিয়ে নির্মিত।”
রবি, গ্রামীণফোন, প্রাণ জুস-সহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেলিং দিয়ে...