রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: নৈতিকতার মানদন্ড মেনে চলে ব্যবসা করা দরকার: সেমিনারে বক্তারা

নৈতিকতার মানদন্ড মেনে চলে ব্যবসা করা দরকার: সেমিনারে বক্তারা

নৈতিকতার মানদন্ড মেনে চলে ব্যবসা করা দরকার: সেমিনারে বক্তারা

শিক্ষা, শিরোনাম
ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের প্রধানতম কারণ মুনাফা-এ ব্যাপারে অধিকাংশ মানুষের দ্বিমত না থাকলেও এই মুনাফা লাভের প্রক্রিয়া, পরিমাণ এবং মুনাফা লাভের হার নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইটুএসডি) ও দ্যা স্কুল অব বিজনেস, আউস্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত “ইমপোরটেন্ট অব বিজনেস এথিক্স : পারসপেক্টিভ বাংলাদেশ” শীর্ষক সেমিনারে ১১ জুন, ২০২৩ বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, মুনাফার আরো নানা-ধরনের কারসাজি লক্ষ্য করা যায়। যেমন- ওজনে কম দেয়া, খাদ্যদ্রব্যে ভেজাল, পঁচা-বাশি খাবার, মেয়াদ-উত্তীর্ণ খাবার, ফল-শাক-সবজিতে নানা ধরনের জীবন-ধারণের জন্য ক্ষতিকর ক্যামিকেল মিশানো, নিত্য-দিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অনৈতিক ব্যবসায়িক মুনাফা জনগণের জীবনমানে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বক্তারা বলেন, নৈতিকতার মানদন...