
নোয়াখালীর মাইজদীতে এক্সপেরিয়েন্স জোন চালু করলো বার্জার
দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) নোয়াখালীতে চালু করেছে নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন। ডিলার এম/এস দিদার এইচডব্লিউ এর তত্ত্বাবধানে নোয়াখালী জেলার মাইজদীতে সম্প্রতি এই ফ্রাঞ্চাইজ আউটলেটটি উদ্বোধন করা হয়।
নতুন এই বার্জার এক্সপেরিয়েন্স জোন নোয়াখালী জেলার মাইজদী উপজেলার মাইজদী মেইন রোডের বাজারে অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জারের প্রজেক্ট, প্রোলিঙ্কস অ্যান্ড এক্সপেরিয়েন্স জোনের প্রধান সাব্বির আহমেদ, ডিভিশনাল সেলস ম্যানেজার নজরুল ইসলাম, এক্সপেরিয়েন্স জোনের প্রধান দেওয়ান মাহাবুবুল হাসান, ফেনী সেলসের ব্রাঞ্চ ম্যানেজার ফোরকান উদ্দিন, চট্টগ্রাম সেলসের ডেকোর ইন চার্জ মো. জাহাঙ্গীর কবির এবং অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
এ ব্যাপারে বার্জারের প্রজেক্ট, প্রোলিঙ্কস অ্যান্ড এক্সপেরিয়েন্স জোনের প্রধান সাব্বির আহমেদ বলেন...