পার্থ প্রতীম রয়ের নতুন মিউজিক ভিডিও
আজ ৭ মে বিকালে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিশ্রুতিশীল শিল্পী পার্থ প্রতিম রয়ের কথা, সুর ও গায়কীতে 'শুধু তোমাকেই' শিরোনামের এই মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান।
এ বিষয়ে সি. এফ. জামানের সাথে কথা বলে জানা যায় শুরু থেকেই তিনি বাবার মতো পরিচালক হতে চেয়েছেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ব্র্যান্ড মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়লেও অডিও ভিজ্যুয়ালের প্রতি টান সব সময়ই ছিলো। সেই টান থেকেই ২০১৫ সালে উপমহাদেশের সর্ব কনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর বাপজানের বায়স্কোপ এর ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেন তিনি। সে সময় থেকেই তিনি রিয়াজুল রিজু কে নিজের গুরু মানেন ও তার পরবর্তী সব কাজের সাথেই তিনি যুক্ত ছিলেন।
মিউজিক ভিডিও নির্মাণ প্রসংঙ্গে সি. এফ. জামান বলেন, ...