
প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যালায়েন্সের বার্ষিক সভা ২০২২ অনুষ্ঠিত
“বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যালায়েন্সের (পিইএমএস) বার্ষিক সভা ২০২২” ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (বাংলাদেশে মনাশ কলেজের একমাত্র অংশীদার) গুলশান ১, এসএ টাওয়ারে ক্যাম্পাসে ১৩ এপ্রিল বিকাল ৪:৩০ এ অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে দেশের শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে বাংলাদেশের ৪০ টির ও বেশী নেতৃস্থানীয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মালিক, অধ্যক্ষ, ও সিনিয়র নেতারা সভায় উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে রয়েছে স্কলাস্টিকা, সানিডেল, সাউথব্রিজ, আগা খান, ইন্টারন্যাশনাল হোপ স্কুল, মানারাত, ডিপিএস এসটিএস, মাস্টারমাইন্ড, একাডেমিয়া, সিঙ্গাপুর স্কুল, অক্সফোর্ড, প্লেপেন, পেনফিল্ড, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল, আমেরিকান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, প্লেজ হারবার এবং আরও অনেক স্বনামধন্য বিদ্যালয়।
প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যালায়েন্সের (পিইএমএস) আ...