বই মেলায় আসিফ মোঃ নজরুল এর উপন্যাস “ক্ষমা করে দিও”
আসিফ মোঃ নজরুল এর আগে লিখেছেন একটি গল্প এবং একটি কবিতার বই। এবার বই মেলার আসছে তার লেখা প্রথম –উপন্যাস গ্রন্থ –ক্ষমা করে দিও।
আসিফ মোঃ নজরুল এক সময় সাংবাদিকতা করতেন। এখন সাংবাদিকতা না করলেও লেখালেখী এবং মিডিয়া জগতে সখের বশত কাজ করেন। ক্ষমা করে দিও রোমান্টিক ট্রাজেডি ধর্মী গল্প। যাতে গতানুগতিক প্রেমিক যুগলের প্রেম ভালোবাসার বাইরে প্রকাশ পেয়েছে মানবিক মুল্যবোধ , পারিবারিক পেক্ষাপট সামাজিক অবস্থা এবং প্রাত্যহিক জীবনের কিছু খন্ডিত চিত্র।
কাহিনীল মূল চরিত্রে আরিফ। তার প্রেমিকা রিয়া। তার বাবা যশোর থানার পুলিশ অফিসার। রিয়া আরিফকে একদিন তার বাবার সাথে দেখা করার জন্য যশোর যেতে বলে। আরিফ প্রথমে না করেন –কারন তার মা পুলিশদের পছন্দ করেনা। একটা সময় সে মাকে রাজি করিয়ে যশোর রওয়ানা দেয়। নাইট কোচ যশোর গিয়ে পৌছে ভোর ৪টায়। এত ভোরে গন্তব্যে যাওয়া নিরাপদ মনে না করে স্বপ্ল বিশ্রামের জন্য আ...