সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

Tag: বাংলাদেশে ভাইবার লেন্স নিয়ে এলো রাকুতেন ভাইবার

ইন-অ্যাপ ক্যামেরায় অগমেন্টেড রিয়েলিটি (এআর), বাংলাদেশে ভাইবার লেন্স নিয়ে এলো রাকুতেন ভাইবার

ইন-অ্যাপ ক্যামেরায় অগমেন্টেড রিয়েলিটি (এআর), বাংলাদেশে ভাইবার লেন্স নিয়ে এলো রাকুতেন ভাইবার

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
বিনামূল্যে এবং সহজে যোগাযোগের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাপ রাকুতেন ভাইবার, সম্প্রতি, দেশে চালু করেছে ভাইবার লেন্স। ইন-অ্যাপ ক্যামেরায় অগমেন্টেড রিয়েলিটি’র (এআর) এই ফিচারটি প্রিয়জন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে প্রতিদিনের কথোপকথনে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের ব্যবহারকারীরা এখন ভাইবার লেন্স ব্যবহার করে নিয়মিত কথোপকথনকে আরও উপভোগ্য ও বিনোদনমূলক করে তুলতে পারবেন। ভাইবার লেন্সের প্রথম ব্যাচের সাথে ইন-অ্যাপ ক্যামেরায় অগমেন্টেড রিয়েলিটির উপযোগিতা যুক্ত করতে স্ন্যাপ ইনকর্পোরেশনের সাথে অংশীদারিত্ব করছে রাকুতেন ভাইবার। এই ফিচারে ৩০টিরও বেশি আকর্ষণীয় ফিল্টার রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যানিমেল মাস্ক, ফ্যান্টাসি ইফেক্ট এবং ব্যবহারকারীদের পছন্দের ভাইবার ক্যারেক্টার। ব্যবহারকারীরা ভাইবার ক্যামেরা চালু করার পর পছন্দের ফিল্টার বাছাই করে ছবি তুলে তাৎক্ষণিকভাবে তা পাঠানোর মাধ্যমে কথোপকথন...