সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

Tag: বাপি সাহার নির্মিত টিভিসিতে ইমন-নিপুন

বাপি সাহার নির্মিত টিভিসিতে ইমন-নিপুন

বাপি সাহার নির্মিত টিভিসিতে ইমন-নিপুন

বিনোদন, শিরোনাম
এনজয় এড মিডিয়ায় ব্যানারে বাপি সাহার পরিচালনায় রাজধানী এন্টারপ্রাইজ এর পণ্য রাজধানী গুঁড়ামসলা রাজধানী সরিষার তেল রাজধানী সুগন্ধি চাউলসহ ৩টি বিজ্ঞাপনে কাজ করেছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা নিপুন। বাপি সাহার সাথে নিপুণ এটি ৩য় কাজ এর আগে নিপুণ ২০১০ সালে মিতালী থ্রীপিছ ও ২০১৪ সালে মডার্ন ভয়েল ও পপলিন এর টিভিতে কাজ করেছিলেন।বিজ্ঞাপনটির ডিওপি ছিলেন হীরা আজাদ। মেকআপ মনির হোসেন। স্থিরচিত্রে শিশির জাহাঙ্গীর। নরসিৎদীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির ভিডিও দৃশ্য ধারণ করা হয়েছে। বিজ্ঞাপনটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। পরিচালক জানিয়েছন, সামনে সপ্তাহে এই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচন ঘিরে ছিল নানান আলোচনা-সমালোচনা। নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে নিপুণ আ...