বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তুর্কী নাটক ‘সূরা’
গত কয়েক বছরে দেশের মানুষের মাঝে তুর্কী সিরিজ বা নাটক বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। এই তো, গেলো বছরেই তুর্কী সিরিজ কুরুলুস ওসমান বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এমনকি প্রথম সিজন শেষ হতে না হতেই দ্বিতীয় সিজন কবে আসবে, তা নিয়েও বেশ আলোড়ন ছিল ভক্তদের ভেতর।
জনপ্রিয় তুর্কী নাটকগুলোর মাঝে ব্যতিক্রমধর্মী আবেগময় একটি নাটক ‘সূরা।’ তুর্কী এই নাটকটি আবার সাউথ কোরিয়ান টিভি সিরিজ “ও মাই গুম্বি” এর রিমেক। দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় তুর্কী ভাষাবাসীদের জন্যে আবার বানানো হয় নাটকটি।
নাটকের প্রধান চরিত্রে আছে আট-নয় বছর বয়সী ছোট্ট মেয়ে সূরা, যার জীবনে ঘটে চলে একের পর এক অবাক করা সব ঘটনা বা অঘটন। জন্মের পর কখনো বাবাকে দেখেনি সূরা, ছোট থেকে খালাই তার দেখাশোনা করেছেন। কিন্তু হঠাৎ একদিন কোনোকিছু না জানিয়ে কেবল একটি চিরকুট রেখে তাকে ভাগ্যের হাতে একা ছেড়ে চলে যান অন্য কোথাও। নিরুপায় সূরা খুঁজতে শুরু করে ...