বিশ্বব্যাপী উদ্ভাবনী সমাধান তৈরির উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে অপোহ্যাক ২০২২ -এর ফাইনাল
আগামী ২২ ও ২৩ অক্টোবর প্যাসিফিক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অপোহ্যাক ২০২২ এর ফাইনাল রাউন্ড। অনলাইন এই হ্যাকাথনটির প্রিলিমিনারি দু'টি রাউন্ড থেকে বাছাই করা দশটি সফল প্রকল্প ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে। এ বছর হ্যাকাথনটির থিম হচ্ছে ‘আনহিন্ডার্ড ক্রস-ডিভাইস কানেকশন’ ও ‘ইউজার-সেন্ট্রিক ইনটেলিজেন্ট সার্ভিসেস।’ অপোহ্যাক’র ফাইনাল রাউন্ড থেকে তিনটি বিজয়ী দল ৪০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার পাবে।
ওডিসি ২০২২ এ অপো এর ‘প্যান্টানাল’ পরিকল্পনা প্রকাশ করে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎমুখী ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্রেতাদের জন্য নিরবচ্ছিন্ন ও ‘নন-সেন্সিং’ অভিজ্ঞতা নিশ্চিত করা। মূলত, ডেভেলপার ও অংশীদারদের সাথে নিয়ে প্যান্টানাল পরিকল্পনার মাধ্যমে নতুন ওপেন বিজনেস ইকোসিস্টেম তৈরি করা হবে। এ ইকোসিস্টেম টেকসই হবে এবং এ থেকে সবাই উপকৃত হবেন। ইকোলজিকাল টেকনোলজি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে প্যান...