শনিবার, অক্টোবর ১২Dedicate To Right News
Shadow

Tag: বুবলী-আদরের হাহাকার (ভিডিও)

বুবলী-আদরের হাহাকার (ভিডিও)

বুবলী-আদরের হাহাকার (ভিডিও)

বিনোদন, শিরোনাম
কিছুদিন আগে পয়লা পোস্টারে নীল বেদনা ছড়িয়েছিল ‘তালাশ’। এবার প্রথম গানে আরও মায়া ছড়ালো, শিরোনাম ‘মায়া মাখা’। পরিণতি না পাওয়া প্রেম, হৃদয়ের জমা ক্ষত, নিদানের ব্যর্থ চেষ্টা এই গান জুড়ে। বলছে, কেউ সুখী নয়! সৈকত নাসিরের ছবি ‘তালাশ’। শবনম বুবলি ও আদর আজাদের গল্প উঠে এসেছে। কেউ কেউ বলছেন, গল্প বলে দিয়েছে গান। আবার কেউ বলছেন, গল্পের পরও থাকে গল্প। মায়া মাখা গল্প। তালাশের প্রথম গান ‘মায়া মাখা’ মুক্তি পেয়েছে টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। রণক ইকরামের কথায় গানটির সুর ও কন্ঠ এআর রাব্বির। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ‘মায়া মাখা তোর ছবিটা/ কোন আঁধারে বিলীন-ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ/ ফুঁকছি নিকোটিন..’ এমন হৃদয়গ্রাহী কথামালায় গানের ভিডিওটি যেন পুরো সিনেমার গল্পের প্রতীকী রূপ হয়ে ওঠেছে। শবনম বুবলিকে কাছে পাওয়ার জন্য আদর আজাদের আকুলতা, হারিয়ে ফেলার পর উচ্ছন্নতা আর উদাস...