বৃত্তি পেল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৭ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে বিএনএফ শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এবছর ৫৭ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। প্রতিজনকে ৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের অভ্যাস দায়িত্ব ভুলে যাওয়া। আজকে যারা বৃত্তিপ্রাপ্ত সেসব শিক্ষার্থীদের অনেক দায়িত্ব আছে। তারা যেন তাদের দায়িত্ব ভুলে না যায়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করবে বলে আমি প্রত্যাশা করি। মানুষ সমাজ বিচ্ছিন্ন ন...