মঞ্চস্থ হলো হিল রিবেং থিয়েটার এর পথনাটক “পাহারাদার”
শুক্রবার ৯ জুন ২০২৩ইং মঞ্চস্থ হলো হিল রিবেং থিয়েটার এর পথনাটক "পাহারাদার!!" এটি দলটির ৫ম প্রযোজনা। নাটকটি রচনা ও নির্দেশনা ছিলেন আশিক সুমন।
চাকমা ভাষায় অনুবাদ: হিল রিবেং টিম।
অভিনয়ে: বেকী চাকমা ,অমিতা চাকমা,তনু চাকমা ও বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা।
সার্বিক তত্বাবধানে-মেরী চাকমা ও প্রিভেল চাকমা । সঞ্চালনায় ছিলেন প্রিভেল চাকমা। উদ্বোধনী প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোহেল রানা,সভাপতি রাঙাবি থিয়েটার। রন্ত কুমার তঞ্চঙ্গ্যা,সভাপতি, তৈনগাঙ থিয়েটার। প্রভাষক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা ও মনি পাহাড়ী,সভাপতি, গতি থিয়েটার, ঢাকা।
নাটক প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক আশিক সুমন বলেন, "গতানুগতিক ভাবনায় মেয়েদের জন্য সুনির্দিষ্ট কিছু পেশা আছে। সে ভাবনার বিপরীতে এই "পাহারাদার" নাটক। নিজেকে প্রতিষ্ঠিত হতে প্রথমে নিজেকে বেরিয়ে আসতে হয় প্রচলিত ধারণা থেকে। আবিষ্কার করতে জানতে হয় নিজেকে। বাধা আসবেই। নিজের জায়গায় অট...