বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

Tag: ময়মনসিংহে আইএসপিএবি-নিক্স এর উদ্বোধন

ময়মনসিংহে আইএসপিএবি-নিক্স এর উদ্বোধন

ময়মনসিংহে আইএসপিএবি-নিক্স এর উদ্বোধন

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন হইতে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট একচেঞ্জ ট্রাস্ট (আইএসপিএবিনিক্স) গঠনে (ঘওঢ খরপবহংব ঘড়. ৪.৩২.০০০০.৭০২.৪২.৩১০.১৯.০৯ ফধঃবফ ০৭/০৯/২০২০ ) লাইসেন্স প্রাপ্ত হয়। দেশেজুড়ে দ্রুত গতির নিরবিচ্ছন্ন ও সুরক্ষিত ও স্বল্প মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপিএবি-নিক্স এর মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো এবং ডিজিটাল ইকোসিস্টেমের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে। আইএসপিএবিনিক্স বাংলাদেশের মধ্যে উন্নত ইন্টারনেট সেবা ও বৈদেশিক মূদ্রা সাশ্রয়ের জন্য একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। বাংলাদেশে নিক্সগুলো ৩০০ জিবি লোকাল ব্যান্ডউইথ আদান প্রদান করে থাকে এর মধ্যে আইএসপিএবিনিক্স ১০০জিবি, বিডিআইক্স ১০০ জিবি অন্যান্য সব আইক্স মিলে ১০০ জিবি ট্রাফিক আদান প্রদান করে থাকে...