
মোনার্ক মার্ট এবং পারটেক্স ফার্নিচারের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
সাকিব আল হাসানের ই-কমার্স কোম্পানি মোনার্ক মার্টে’র সাথে পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিঃ (Partex Furniture Industries Ltd.) এর মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) মোনার্ক হোল্ডিংস-এর হেড অফিসে (সিটি সেন্টার, মতিঝিল) দ্বিপাক্ষিক এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং গ্রাহকের কাছে বিশ্বমান সম্পন্ন ফার্নিচার সরবরাহের জন্য মোনার্ক মার্টে’র সাথে পারটেক্স ফার্নিচারের এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ফার্নিচার ক্যাটাগরিতে মোনার্ক মার্টের সমৃদ্ধ পদচারণা শুরু হলো।
এই সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনার্ক মার্টের পক্ষে চিফ অপারেটিং অফিসার জাহেদ কামাল, হেড অফ একাউন্টস মোঃ রফিকুল আলম, হেড অফ কমিউনিকেশন তানবিরুল ইসলাম, হেড অফ কমার্শিয়াল আহমেদ মোস্তফা, হেড অফ বিজনেস মাহাদি হাসান, হেড অফ এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সা...