বাংলাদেশে মাইক্রোসফটের প্রধান মো. ইউসুপ ফারুক
সম্প্রতি মো. ইউসুপ ফারুককে বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ভূমিকায় তিনি মাইক্রোসফটের শক্তিশালী পার্টনার ইকোসিস্টমের মাধ্যমে অংশীদারিত্ব করে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও সংস্থা, এসএমই, কমিউনিটি এবং অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বিত করার দিকে মনোনিবেশ করবেন।
এ বিষয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ বলেন, “বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ; আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে ও দেশের ক্ষমতায়নে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এ লক্ষ্য অর্জনে তাদের অন্যতম মাধ্যম হচ্ছে আইটি-সক্ষম পাবলিক সার্ভিসকে গতিশীল করা ও দেশের ক্লাউড সেবার ব্যবহার বাড়ানো। এখানেই ইউসুপ ফারুকের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা দেশে ক্লাউড সেবা ...