মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮Dedicate To Right News
Shadow

Tag: মো. পলাশ হোসেন

মো. পলাশ হোসেনের কবিতা “মৃদু হাসি”

মো. পলাশ হোসেনের কবিতা “মৃদু হাসি”

শিরোনাম, সাহিত্য
আমার মৃদু হাসি স্পর্শ করে না তোমার হৃদয়? পাগল করে না তোমার মন! নীরব মনে একা একা পথ চলি গোধূলির ঝিরিঝিরি বাতাসে তোমার কথা ভাবি তোমার স্বপ্ন আর ভালোবাসা কতদিন রাখবো? গোপন যত্বে! তোমার মৃদু হাসিতে তাই মাঝে মাঝে ভাবি চেনা অচেনার পথে আমি যে হাসি দেখলাম তাকি নিখাদ ছিল, নাকি ছলনার হাসি।