মো. পলাশ হোসেনের কবিতা “মৃদু হাসি”
আমার মৃদু হাসি স্পর্শ করে না
তোমার হৃদয়?
পাগল করে না তোমার মন!
নীরব মনে একা একা পথ চলি
গোধূলির ঝিরিঝিরি বাতাসে
তোমার কথা ভাবি
তোমার স্বপ্ন আর ভালোবাসা
কতদিন রাখবো?
গোপন যত্বে!
তোমার মৃদু হাসিতে তাই মাঝে মাঝে ভাবি
চেনা অচেনার পথে আমি যে হাসি দেখলাম
তাকি নিখাদ ছিল, নাকি ছলনার হাসি।