রংপুরে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ এর উদ্বোধন
ডিজিটাল বাংলাদেশের নেপথ্য কারিগর এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পিতৃনিবাস এলাকায় তথ্যপ্রযুক্তির অগ্রগতি দুর্বার গতিতে এগিয়ে চলছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রংপুরের মানুষরা অগ্রগামী থাকবে। স্মার্ট পিপলরাই গড়বে স্মার্ট রংপুর।
০৭ জুন বুধবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রংপুর শাখা আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ উদ্বোধনকালে এসব কথা বলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
তিনি আরো বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে সারা দেশে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর আয়োজন অন্যতম। খুলনার পরে আমরা রংপুরে প্রথমবারের মতো স্মার্ট বাংলাদেশ ব্র্যান্ডিং এর কাজ শুরু করেছি। রংপুরের মানুষ তথ্যপ্রযুক্তি প্রে...