রাকুতেন ভাইবারের ক্রিকেট ফিয়েস্তা
এ বছর ক্রিকেট ফ্যানদের ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদানে তাদের জন্য মজাদার নানা কর্মসূচি নিয়ে আসবে রাকুতেন ভাইবার। ক্রিকেট ভাইবস চ্যানেলের মাধ্যমে মেসেজিং অ্যাপটি বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে। ‘ক্রিকেট টকস’ এর বেশ কিছু এপিসোড (পর্ব) সহ অংশগ্রহণমূলক ফ্যান কুইজ এবং ক্রিকেট সুপারবট চালুরও পরিকল্পনা রয়েছে ভাইবারের। নতুন সুপারবটটি হবে অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা খুব শিগগিরই চ্যানেলটিতে যুক্ত হবে; যেখানে ক্রিকেটপ্রেমীরা ম্যাচের সময়সূচি (যা আসন্ন ক্রিকেট ম্যাচ সম্পর্কে ফ্যানদের জানাবে), লাইভ আপডেট এবং ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সহ অনেক কিছু জানতে পারবেন।
ক্রিকেট উত্তেজনাকে আরও রোমাঞ্চপূর্ণ করে তুলতে, ক্রিকেটপ্রেমীদের জন্য ক্রিকেট সুপারবটে মাসব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেপ্টেম্বরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ফ্যানরা সঠিকভাবে ক্রিকেট ট্রিভিয়া’র প্রশ্নগুলোর উত্ত...