রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ‘ভেপর চেম্বার কুলিং সিস্টেম’ প্রচন্ড গরমেও সুরক্ষা নিশ্চিত করবে
গ্রীষ্মের প্রখর সূর্যের তাপে স্মার্টফোন গরম হয়ে যেতে পারে। এক্ষেত্রে শুধু হাতে ধরার ক্ষেত্রেই নয়, স্মার্টফোন ব্যবহার করতে গিয়েও পোহাতে হয় ল্যাগ অথবা অ্যাপ ক্র্যাশ জাতীয় নানান ঝক্কি। এই সমস্যার সমাধান দেবে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমির জিটি মাস্টার এডিশন।
ব্যবহারের সময় হোক কিংবা চার্জিং -এর ক্ষেত্রে, স্মার্টফোন গরম হয়ে যাওয়া মানেই বিষয়টি ব্যবহারকারীদের জন্য উদ্বেগের। তাছাড়া, বাইরের সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধিও হতে পারে স্মার্টফোন গরম হয়ে যাওয়ার অন্যতম কারণ। এই সমস্যার সমাধানে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ভেপর চেম্বার কুলিং সিস্টেমের মাধ্যমে কার্যকরী উপায়ে তাপ হ্রাস (হিট ডিসিপেশন) নিশ্চিত করে। ফলে, একটানা ব্যবহারের ক্ষেত্রেও এই ডিভাইস সবসময়ই থাকে স্বাভাবিক তাপমাত্রায়।
রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ১৭২৯,৮ বর্গ মিলিমিটারের ভেপর চেম্বার কুলিং গতানুগতিক পাইপগুলোর থেকে বড় এবং বেশি কার্যকর। এটি ...