রে ট্রেসিং ও হেটেরোজেনাস কম্পিউটিং এর মতো প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করলো অপো
সম্প্রতি সিগ্রাফ ২০২২-এ অংশগ্রহণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। এই ইভেন্টে রে ট্রেসিং, হেটেরোজেনাস কম্পিউটিং, এআর ও ডিজিটাল হিউম্যানস এর মতো অত্যাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করা হয়। ইভেন্টে আগত অতিথিদের জন্য এসব প্রযুক্তির ব্যবহার দেখানো হয়।
অপো রে ট্রেসিং
অপো ওডিসি ২০২১-এ প্রথমবারের মতো রে ট্রেসিং প্রযুক্তির পরিকল্পনা উন্মোচন করে। সিগ্রাফ ২০২২ ইভেন্টে ফিসরে ইঞ্জিন ১.০ এর আদলে সম্পূর্ণ নতুন ওপেন-সোর্স রে ট্রেসিং প্রযুক্তি নিয়ে আসবে অপো, যা ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া বিশ্বের প্রথম মোবাইল রিয়েল-টাইম রে ট্রেসিং সিস্টেম অ্যাপ্লিকেশন ‘কালারওএস রে ট্রেসিং থ্রিডি ওয়ালপেপার’ আপগ্রেড করা হবে, যা অপো ব্যবহারকারীরা অপো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীরা অপো ও তাই চি’র সম্মিলিত উদ্যোগে তৈরি করা ফিজিক্স ইঞ্...