
সপরিবারে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন লুঙ্গি পরা সেই প্রবীণ দর্শক
সপরিবারে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন গতকাল লুঙ্গি পড়ার কারণে টিকেট না পাওয়া সেই প্রবীণ দর্শক। এ সম্পর্কে আজ ৪ আগস্ট রাতে ফেসবুকে পোস্ট করেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ। পোস্টে তিনি বলেন, "স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকদের চাহিদা, সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আসলে, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের ভালোবাসা নিয়েই স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে। স্টার সিনেপ্লেক্সের যতটুকু সাফল্য তার মূল কৃতিত্ব দর্শকদের।
আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় একজন দর্শক লুঙ্গি পরে আসার কারণে তাকে টিকেট দেয়া হয়নি বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বিষয়টি খুবই অনাকাঙ্খিত এবং দুর্ভাগ্যজনক। প্রকৃত অর্থে, স্টার সিনেপ্লেক্স...