
সালমান শাহ স্মরণে পড়শীর কণ্ঠে ‘সাথী তুমি আমার জীবনে’
বাংলা সিনেমার কিংবদন্তী নায়ক সালমান শাহ। মৃত্যুর এতো বছর পরও বেঁচে আছেন কোটি দর্শকের হৃদয়ে। বাংলা সিনেমার এ কিংবদন্তী নায়ককে শ্রদ্ধা জানাতে তার ২৫তম মৃত্যুবার্ষিকীতে নতুন আঙ্গিকে মুক্তি পেল এক সময়কার তুমুল জনপ্রিয় গান ‘সাথি তুমি আমার জীবনে’।
প্রাণ ফ্রুটোর উদ্যোগে নতুন আবহে এ গানটি গেয়েছেন ও মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বর্তমানে সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবরিনা এহসান পড়শী। অনুপম মিউজিক এর ব্যানারে গানটি মুক্তি পেয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি মুক্তি দেয়া হয়। এসময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ ফ্রুটোর নির্বাহী পরিচালক আনিসুর রহমান, হেড অব মার্কেটিং তন্ময় দাস ও সঙ্গীত শিল্পী পড়শী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “বাংলা সিনেমার কিংবদন্তী নায়ক সালমান শাহ। অসংখ্য মানুষের আবেগ ও ভ...