সোমবার, ডিসেম্বর ২Dedicate To Right News
Shadow

Tag: সুরে গাইলেন ওয়াসী

মারুফের কথা, সুরে গাইলেন ওয়াসী

মারুফের কথা, সুরে গাইলেন ওয়াসী

বিনোদন, শিরোনাম
"একটাবার তো বলতে পারো, ভালোবাসি মিথ্যে করে। যায় বেঁচে যায়, ডুবতে থাকা, একটা হৃদয়, ওটুক ধরেই।" - এমন কথার একটি গানে কন্ঠ দিলেন এসময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী খায়রুল ওয়াসী। গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। ইতিমধ্যেই গানটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই গানটি শাখাওয়াত হোসেন মারুফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটি প্রসঙ্গে গীতিকবি ও সুরকার মারুফ বলেন, "খায়রুল ওয়াসী, এ সময়ের একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। সে গানের সাথে সম্পৃক্ত হতে জানে। ভালো গানের প্রতি ক্ষুধা তার মধ্যে রয়েছে। ওয়াসী যে ধরনের গান গায়, আমি চেষ্টা করেছি তার বাইরে এসে একটু ভিন্ন কিছু করার। আশা করি, শ্রোতারা এ গানে ওয়াসীকে অন্যরকম এক ওয়াসী হিসেবে পাবেন।" গানটি প্রসঙ্গে শিল্পী খায়রুল ওয়াসী বলেন, "অনেক প্রতীক্ষার পর গানটি আসছে। মারুফ ভাইয়ের কথা ও সুরের প্রতি আমার ভালো লাগা অনেক আগ থেকেই। আমার...