
সোহান স্যারের স্মৃতিকে ধরে রাখতেই “স্বপ্নের রাজকুমার” নির্মান শেষ করেতে চাই: সাচীনুর
"সোহান স্যারের স্মৃতিকে ধরে রাখতেই "স্বপ্নের রাজকুমার" নির্মান শেষ করেতে চাই"- বলেছেন চলচ্চিত্র অভিনেত্রী সাচীনূর। তিনি আরো বলেন, আমার যতো কষ্টই হোক, যতো পরিশ্রম হোক আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে অনুরোধ করে সোহানুর রহমান সোহান স্যারের সর্বশেষ মহরত করা ছবির স্যুটিং শেষ করে "স্বপ্নের রাজকুমার" মুক্তির চেষ্টা করবো। যদি বেঁচে থাকি তার এই শেষ স্বপ্ন আমি বাস্তবায়ন করবোই।
অপর দিকে এই ছবির কাহিনীকার ও চিত্রনাট্য নির্মাতা ছটকু আহমেদ বলেন, সোহানুর রহমান আমাকে দিয়ে " স্বপ্নের রাজকুমার" চলচ্চিত্রের জন্য অসাধারণ একটি কাহিনী লিখিয়েছিলেন। চলচ্চিত্রের গল্পটি দর্শকদের মনে বিশেষ একটি স্থান দখল করে নিবে। আজকাল দর্শক গল্প নির্ভর ভালো চলচ্চিত্র আশা করেন। সেই বিষয় বিবেচনা করলে " স্বপ্নের রাজকুমার"" একটি অসাধারণ গল্প নির্ভর ছবি। " চলচ্চিত্রটি নির্মান শুরু ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সাথে কয়েকজনের সঙ্গে ...