স্যামসাংয়ের উচ্চ পারফরমেন্স যুক্ত আউটডোর টিভি ‘দ্য টেরেস’
সাম্প্রতিক সময়ে, আমরা আমাদের বেশিরভাগ সময়ই বাড়িতেই কাটাচ্ছি। যারা এ সময় ঘরে বসে আউটডোর লাইফস্টাইলের সর্বাধিক সুবিধা পেতে চান, তাদের জন্য স্যামসাং ইলেকট্রনিক্স নিয়ে এসেছে আউটডোর টেলিভিশন ‘দ্য টেরেস’। এই টেলিভিশনটি টেরেস সাউন্ডবার সহ ঘরের বাইরে রাখা যায় এবং ব্যবহার করা যায়। পানি ও ধুলাবালি প্রতিরোধী হওয়া ছাড়াও, দেখার চমৎকার অভিজ্ঞতার জন্য দ্য টেরেস-এ রয়েছে অসাধারণ স্ক্রিন।
বাড়িতে টেরেস টিভি আপনার লাইফস্টাইলকে যেভাবে সহজ ও উপভোগ্য করবে:
সাঁতারের সময় উপভোগ করুন আপনার প্রিয় অনুষ্ঠান
গরমের দিনে শীতল থাকার অন্যতম উপায় হচ্ছে বাড়ির বাগানে নিজের বা সন্তানদের জন্য ছোট পুলের ব্যবস্থা করা। এ সময় আপনি যদি টিভি’তে অনুষ্ঠান উপভোগ করতে চান, তবে অন্যান্য টিভি’র ক্ষেত্রে পানি যাতে টিভি’র কোন ক্ষতি না করতে পারে, সেজন্য পুল থেকে টিভি বেশ দূরে স্থাপনের প্রয়োজন হয়। তবে, দ্য টেরেস’র ক্ষেত্রে আপনি পা...