
স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে দারুণ অফার
’বিগ টিভি ডেজ’ শীর্ষক নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস। ক্যাম্পেইনের দূর্দান্ত অফার উপভোগ করে ইতোমধ্যেই অনেক গ্রাহক স্যামসাং এ-সিরিজের “বিগ” অর্থাৎ সুবিশাল সব ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টেলিভিশন ঘরে এনে বসাচ্ছেন বিনোদনের জমজমাট আসর।
এ ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা স্যামসাংয়ের এ-সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের টেলিভিশন ক্রয়ে আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন। ক্যাম্পেইনের আওতাধীন টেলিভিশন মডেলগুলো হলো – ৫৪,৯০০ টাকায় ৪৩ ইঞ্চি ৪৩এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৫৯,৯০০ টাকা); ৭২,৯০০ টাকায় ৫০ ইঞ্চি ৫০এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৭৯,৯০০ টাকা); ৮৯,৯০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৯৯,৯০০ টাকা); ১,১৬,৯০০ টাকায় ৬৫ ইঞ্চি ৬৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ১,৩৪,৯০০ টাকা); ১,২৫,০০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫কিউ৬০এ (সাধারণ মূল্য ১,৪৪,৯০০ টাকা); ২,৪২,০০০ টাকায় ৭৫ ইঞ্চি ৭৫এইউ৮০০০ (সাধারণ মূল্য ২,৬৪,৯০০ টাকা) এবং...