
১৪ জুন থেকে শুরু হচ্ছে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম
বাংলাদেশ কম্পিউটার সমিতি, চট্টগ্রাম শাখার আয়োজনে ১৪-১৬ জুন চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের জমকালো প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম’। ‘প্রযুক্তিতে হবো সমৃদ্ধ বেশ/ গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৮১টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম ’ উপলক্ষে আজ (১৩ জুন, মঙ্গলবার) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, সহ-সভাপতি এবং প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী মো. রাশেদ আলী ভূইয়ার উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস চট্টগ্রাম শাখার চেয়ারম্যান এবং প্রদর্শনীর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী। এসময় বিসিএস চট্টগ্রাম শাখার ভাইস চেয়ারম্যান মো. দিদা...