৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতায় ফাখরুলের তিন সিনেমা
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতায় অনুষ্টিত হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতা’। আগামী ২৯ জুলাই পশ্চিমবাংলার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দনে এই উৎসবের উদ্বোধন হবে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। কলকাতা নন্দন-১ এর সুসজ্জিত প্রেক্ষাগৃহে শনিবার (২৯ জুলাই) তিনদিনব্যাপী ৫ম বাংলাদেশ উৎসব-২০২৩ এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতার নন্দন-১, ২ ও ৩ হলে প্রদর্শিত হবে বাংলাদেশি চলচ্চিত্র। এবারের উৎসবে বাংলাদেশের মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফিন খানের তিনটি সিনেমা। এগুলো হলো ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ এবং ‘অবিনশ্বর’। ‘গণ্ডি’ সিনেমার গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। কোনো একদিন এই দুজনের পরিচয় হয়। আলাপ হয়। নিজের সিদ্ধান্তে তারা বা...