৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা
পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় ২০২০ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর শুক্রবার বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে মোট ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে।
এবারের ৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন- আজীবন সম্মাননায়- রুনা লায়লা, সেরা সঙ্গীতশিল্পী: তাহসান খান (গান: আবদ্ধ রবো না, শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক: তাহসান খান, গীতিকার: আর্তিক সজীব, লেবেল: জি সিরিজ), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (গান: চোখের ভেতর, শিল্পী: টিনা রাসেল, গীতিকার: জুলফিকার রাসেল, সুরকার ও সংগীত পরিচালনা: রেদওয়ান নবী পঞ্চম, লেবেল: জুটি প্রডাকশন্স), সেরা সুরকার: রাজন সাহা (গান: হৃদয় অনুরাগে, শিল্পী: শুভমিতা ব্যানার্জি, গীতিকার: মোহাম্মদ সাহিদুর রহমান, সুরকার ও...