শুক্রবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

Tag: বিজয় উৎসবে গতি’র পথনাটক “বাজিকর’ এর অভাবনীয় দর্শক সাড়া

বিজয় উৎসবে গতি’র পথনাটক “বাজিকর’ এর অভাবনীয় দর্শক সাড়া

বিজয় উৎসবে গতি’র পথনাটক “বাজিকর’ এর অভাবনীয় দর্শক সাড়া

বিনোদন, শিরোনাম
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব ২০২২ এ ঢাকার তিনটি মঞ্চে ‘বাজিকর’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির ২৬,২৭,২৮তম মঞ্চায়ন যথাক্রমে ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে ১৪ ডিসেম্বর, রায়েরবাজার বধ্যভূমিতে ১৫ডিসেম্বর, দনিয়া বিজয় উৎসব মঞ্চে ১৬ ডিসেম্বর। ‘বাজিকর’ নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন আশিক সুমন। প্রযোজনা অধিকর্তা মনি পাহাড়ী। বাজিকর নাটকে দুটি চরিত্র। একটি বাজিকর অন্যটি বানর। নাট্য কাহিনীতে দেখা যায় বাজিকর বানরকে দিয়ে নানান রকম খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন করে। ঘটনাচক্রে একসময় বানর বাজিকরের ক্ষমতা পেয়ে যায়। সে তখন বাজিকরকে দিয়েই বানরের খেলা দেখানোর পায়তারা শুরু করে। ক্ষমতা পেয়ে ধরাকে সরাজ্ঞান করতে চায়। কিন্তু তার বিদ্যার দৌড় খুব বেশি নয়। বুদ্ধির প্যাঁচে একসময় সে বাজিকরের কাছে হার মেনে যায়। আবারও ফিরে যায় নিজ কাজে। ভুল মানুষের কাছে ক্ষমতা গেলে তার পরিণাম কতোটা ভয়ঙ্কর হতে পারে সে ইঙ্গিত পাওয়া য...