মঙ্গলবার, এপ্রিল ৩০Dedicate To Right News
Shadow

বাংলাদেশ নলেজ ফোরামের যাত্রা শুরু

Spread the love


জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্যদের সমন্বয়ে বাংলাদেশ নলেজ ফোরাম (বিকেএফ) গত ৩ জানুয়ারি যাত্রা শুরু করে। ভার্চুয়াল আয়োজনে ফোরামের নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে, প্রাক্তন বেসামরিক কর্মকর্তা এবং অর্থনৈতিক বিশ্লেষক ড. পারভেজ ইমদাদ, বিকেএফ এর উদ্দেশ্য ব্যাখ্যা করেন, যার লক্ষ্য ফলাফল-ভিত্তিক প্রাতিষ্ঠানিক ফলাফল এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে অবদান রাখা। বিকেএফ একটি জ্ঞান সহযোগিতা প্ল্যাটফর্ম, সরকারি ও বেসরকারি সম্পৃক্ততার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য জ্ঞান, জ্ঞানের প্রয়োগ, জ্ঞান সমৃদ্ধির উপায় উপকরন এবং জ্ঞান কৌশল প্রসারণে সহায়তা করবে। তিনি বলেন, “এটা আনন্দের যে বাংলাদেশ নীতিগত পর্যায়ে জ্ঞান অর্থনীতি এবং জ্ঞান সমাজ প্রতিষ্ঠর কৌশল গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি যে, একটি অ্যাডভোকেসি গ্রুপের প্রয়োজন আছে যা পাবলিক স্ট্র্যাটেজিকে পরিপূরক করে, বিশেষ করে এমন সময়ে যখন এলডিসি গ্রাজুয়েশন অর্জিত হচ্ছে।

সংগঠনটির প্রথম নির্বাহী কমিটির দায়ীত্বপ্রাপ্তরা হলেন, ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ (সভাপতি), নিয়াজ রহিম (সিনিয়র সহ-সভাপতি), আলী আশফাক এবং অ্যাডভোকেট সীমা চৌধুরী (সহ-সভাপতি), অধ্যাপক ড. সামসাদ মর্তূজা (সাধারণ সম্পাদক), কাজী মো. মাহমুদ ফয়সাল (কোষাধ্যক্ষ), অ্যাডভোকেট সোলাইমান হোসেন, অর্থনীতিবিদ মো. গোলাম মর্তূজ এবং ইঞ্জি. মোঃ সাইদুর রহমান (নির্বাহী পরিচালক), রিজভী নেওয়াজ ( যুগ্ম সাধারণ সম্পাদক), এবং নওশিবা অর্নব (নির্বাহী সদস্য)।

নির্বাহী সদস্যরা সর্বসম্মতিক্রমে বিকেএফের খসড়া গঠনতন্ত্র অনুমোদন করেন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *