
কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল, সিজন ৩ এর যাত্রা শুরু হলো ৭ জানুয়ারি রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে। এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে গত তিন বছর যাবত ধারাবাহিকভাবে এই আয়োজন চলছে অনলাইন গ্রুপ “আমরাই কিংবদন্তী” এর উদ্যোগে। এবারের আয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ২১ টি দল অংশগ্রহণ করেছে। দলগুলোকে চারটি গ্রুপে বিভক্ত করে, প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি ২০২২। উদ্বোধনী দিনে পাঁচটি খেলার মাঝে মিরপুর কিংস, ময়মনসিংহ ওয়ারিয়রস, ডিএম স্মেশারস, টিম মাইটি সিক্সারস ও টিম ব্যাকবেঞ্চারস জয়লাভ করে। এই আয়োজনের পৃষ্ঠপোষক “কনকা ফ্রিজ”। ক্রিকেট বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা এর মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা গ্রুপের সদস্যদের, মানবিক কাজের আগ্রহ আরো বেশি সমৃদ্ধ হবে বলে টুর্নামেন্ট আয়োজন সংশ্লিষ্টরা মনে করে।
আমরাই কিংবদন্তী একটি অনলাইন গ্রুপ যা তার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন মানবিক কার্যক্রমে নিজেদের নিয়োজিত রেখেছিল। মানবিক কার্যক্রমের মাঝে কোভিড ১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম ছিল অনন্য।