চ্যানেল আইতে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে এ সপ্তাহের ছবি ‘এক কাপ চা’। রচনা, চিত্রনাট্য ও সংলাপ. বাসু চ্যাটার্জি। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল।
অভিনয়ে ফেরদৌস, মৌসুমী, শাকিব খান, ঋতুপর্ণা সেনগুপ্তা, আলমগীর, রাজ্জাক, ওমর সানি, শহিদুল আলম সাচ্চু, অমল বোস, তুষার খান, মীর সাব্বির, ডা. এজাজুল ইসলাম, কাবিলা, আনিসুর রহমান আনিস প্রমুখ।