কানাডা প্রবাসী বাংলাদেশী সুরকার এবং সংগীতশিল্পী আশেক মনজুরের দুটি গানের মিউজিক ভিডিও সম্প্রতি চিত্রায়িত হলো কলকাতার দৃষ্টিনন্দন লোকেশনে। “ভালোবাসি” শিরোনামের ডুয়েট গানটিতে আশেকের সাথে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজু আখন্দ। মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন অরূপ সেনগুপ্ত। গানটির কথা লিখেছেন পিঙ্কি ভৌমিক।
অন্যদিকে “অনুভবে” শিরোনামের গানের কথা লিখেছেন যৌথভাবে নীল মাহাবুব ও নাইস নূর। আশেক মনজুরের সুর ও সংগীত আয়োজনে এ ডুয়েট গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মাহাতিম সাকিব এবং দোলা রহমান। এ গানটিরও নির্দেশনা দিয়েছেন অরূপ সেনগুপ্ত। এই দুটি মিউজিক ভিডিওতেই অভিনয় করেছেন অভিনেতা ঋদ্ধিষ চৌধুরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বাবলি। আশেক মনজুর জানিয়েছেন শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থ্রিপি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গান দুটি উন্মোচিত হবে।