মঙ্গলবার, ডিসেম্বর ৩Dedicate To Right News
Shadow

রিহ্যাব পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কমিটি

Spread the love

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পরিচালনা পর্ষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২১-২০২৩ মেয়াদী কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ রিয়েল এস্টেট এ্যান্ড কনস্ট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ।

নতুন কমিটির প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ। ভাইস প্রেসিডেন্ট-২ হিসেবে নজরুল ইসলাম (দুলাল), ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা এবং চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল কৈয়ূম চৌধুরী।

গত ২১ আগস্ট রিহ্যাব নির্বাচন ২০২১-২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন পর্যায় অতিক্রম করে আজ ১২ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।

কমিটির পরিচালকবৃন্দ হলেন-
১ নাইমুল হাসান
২ মোঃ রমজানুল হক নিহাদ
৩ মাহির আলী খাঁন রাতুল
৪ প্রকৌশলী মোঃ আল-আমিন
৫ শহীদ রেজা
৬ প্রকৌশলী এম. রুহুল আমিন
৭ সৈয়দ মোঃ জোনায়েদ আনোয়ার
৮ মাসুদ মনোয়ার
৯ প্রকৌশলী মোঃ আবুল খায়ের সেলিম
১০ ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী
১১ আলহাজ¦ ইঞ্জি. মোঃ দিদারুল হক চৌধুরী
১২ ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত
১৩ ডাঃ এ. এফ.এম. কামাল উদ্দিন
১৪ মোঃ কামরুল ইসলাম (ইসলাম)
১৫ মোঃ কামরুল ইসলাম
১৬ হামিম আহমেদ চৌধুরী তুহিন
১৭ সেলিম রাজা পিন্টু
১৮ এস. এম. এমদাদ হোসেন
১৯ সুলতান মাহমুদ
২০ মাহবুব সোবহান জালাল (তানভির)
২১ মোঃ রাগিব আহসান
২২ প্রকৌশলী এন এম নূর কুতুবুল আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *