নিউজ ডেস্ক :
বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আরমান খান প্রয়াত রকস্টার কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে একটি বিশেষ গান তৈরি করেছেন। গানের শিরোনাম ‘আশা যাওয়া’। গানটি লিখেছেন কিংবদন্তী গীতিকার বাপ্পি খান। যিনি এলআরবি’র বেশ কিছু সর্বকালের সুপার হিট গান লিখেছেন। তার লেখা সেই গানগুলোর মধ্যে ‘গতকাল রাত, এখন অনেক রাত, সাড়ে তিন হাত মাটি’ ইত্যাদি অন্যতম। ‘আসা যাওয়া’ গানটির মাধ্যমে আরমান খান এবং বাপ্পি খান প্রথমবার একসঙ্গে কাজ করেছেন। যা বাংলাদেশ সংগীত শিল্পের জন্য একটি ঐতিহাসিক সৃষ্টি। এই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান। আগামী ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।
আরমান খান গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন ২০১৩ সাল থেকে। গ্র্যান্ড সুলতান রিসোর্ট সিলেট অঞ্চলের একটি সত্যিকারের পাঁচ তারকা রিসোর্ট। আলম খান ও আজম খানের সংগীত পারিবারিক ঐতিহ্য তার কাঁধে। আরমানের খানের সাড়া জাগানো গানগুলো হল : প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের চান্দের বাত্তি ও হাসানের অজুত লক্ষ নিযুত কোটি ও লাল বন্ধু নীল বন্ধু, অ্যান্ড্রু কিশোরের বিন্দিয়া রে বিন্দিয়া, মমতাজের নান্টু ঘটক ইত্যাদি। এই গানগুলো এখনো বাংলার কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে।