প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সৌমিত্র ঘোষ ইমন এর পরিচালনায় ভিন্ন মাত্রার নাটক “শেষের আগে”। পারিবারিক মজার কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত হয়েছে । গোলাম সারোয়ার আনিক এর রচনায় নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, স্বপ্না, শেখ মৌ শিখাসহ আরো অনেকে।
ঢাকার কিছু মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি। ভিন্ন মাত্রার পারিবারিক এ নাটকটি সব ধরনের দর্শকদের অবশ্যই ভালো লাগবে বলে পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের বিশ্বাস। সম্প্রতি লেজার ভিশন নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে।
নাটকের লিংক : https://youtu.be/-azFrypWLzY