মঙ্গলবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

দক্ষিণ সিটিকে সহযোগিতা করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

Spread the love

ইন্টারনেট অব থিংস (আইওটি) নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

আজ ৩ নভেম্বর বিকেলে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস দক্ষিণ সিটির ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজাতে নতুন উদ্যোগ সম্পর্কে ব্যক্ত করলে কোরীয় রাষ্ট্রদূত জ্যাং কিউন সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

কোরীয় রাষ্ট্রদূত জ্যাং কিউন বলেন, “দক্ষিণ কোরিয়া আইওটি-বেজড ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় প্রথম দিকেই অবস্থান করছে। সুতরাং দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে দক্ষিণ কোরিয়া সহযোগিতার হাত প্রসারিত করতে আগ্রহী।”

জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কোরীয় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রযুক্তি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান অত্যন্ত শক্তিশালী ও সুসংহত। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রমকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে দক্ষিণ কোরিয়ার এই আন্তরিক সহযোগিতার প্রস্তাবনাকে সাধুবাদ জানাই।”

সাক্ষাতকালে কোরীয় রাষ্ট্রদূত নগর ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটির কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার প্রস্তাব দেন। এছাড়াও বাংলাদেশ-কোরিয়া সংস্কৃতি বিনিময়ে ঢাদসিক মেয়র ও কোরীয় রাষ্ট্রদূত একই সাথে পথ চলতে এবং দু’দেশের সংস্কৃতিকে সমৃদ্ধির উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *